রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

উই দ্য ম্যাথমেটিশিয়ান

প্রদীপ গুপ্ত


ইচ্ছে হলেই আইফেল টাওয়ারের ওপর থেকে

সন্ধ্যার বেনারসি গঙ্গায় সন্ধ্যারতি দেখতে পারো

দেখতে পারো মাউন্ট আবুর চুড়োয় বসে

রাশিয়ার বোমায় ইউক্রেনের পুড়ে যাওয়া হাসপাতাল


বসন্ত বাতাস যখন ভরে উঠেছে মায়ের

পোড়া স্তনের তীব্র কটু গন্ধে

তখন কে তুমি মাননীয় শুয়োরের ধাড়ী 

এতোকাল বিবেকের রোল প্লে করে

কাফি রাগের সুর শোনাতে বসো! 


তুমি যদি সবসময়ই দুয়ে দুয়ে দুধ হবে ভেবে

গাইয়ের পেছনের ঠ্যাঙে দড়ি বাঁধতে বসো

তাহলে তো ঘোড়া ডিঙিয়ে গাধাও সার্কাস দেখাবে

ভেবে তাবু টাঙিয়ে বসতেই পারে! 


আসল কথা হচ্ছে

মা যখন জ্বলতে থাকেন

পুড়ে কাঠকয়লা হতে থাকে তার সর্বাঙ্গ

তখন বোধহয় কে ডাক দিলো 

সে আশায় বসে থাকতে নেই

ছুটে গিয়ে ছিঁড়ে নাও জ্বলন্ত একটুকরো কাঠকয়লা

আর নির্দিষ্ট পশ্চাৎদেশের...


দুই আর দুই কতো হলো যেন?

একটা পাঁচ ফিটের মহিলার শরীর পুড়ে আড়াই ফুট

ছাই হয়ে যাওয়া। 


উফফফ... এতোকিছুর পরও

আমরা কতোটা ভদ্র সেটা প্রমাণের অপেক্ষায় থাকি।

মা গো....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ