রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

এক বুদ্ধিজীবীর নোট 

সায়ন্তিকা 


কতকাল যে শব্দের কিপ্যাডে বেজে ওঠেনি কাকের ডাক ,

কতকাল য্যানো সাদা চড়ুইগুলো ঝাঁপ দেয়নি চিতায় ۔۔۔

সে সব লেখা হয়নি !


আমি শব্দের চিৎকারে শুধু শিলাইদহ অথবা বগটুইতে মুখোমুখি বসেছি বুদ্ধিজীবীর সামনে ۔۔۔

কে কোথায় রাজা ?

কে কোথায় কবি ?


এখানে আমি জন্মেই নাগরিক হয়েছি !

আমার শুধু ভেসে যাওয়া আছে ,

চলে যাওয়াও কিছুটা আছে !


অধিকার , লড়াই , যুদ্ধ ۔۔۔۔সবটাই তোমাদের মাঝে থাকে ,

জ্বলন্ত চিতার নিচে রোদ্দুর নিকোয় শুধু জরায়ুর খাঁজ !


ঘর পুড়ে যায় ۔۔۔۔۔

বসন্তের !

শীত শেষেই দগদগে চৈত্রের শুরু ۔۔۔۔


বৃদ্ধ রজনীগন্ধা শুকিয়ে যাওয়ার আগে বারুদ হয়ে ওঠে ۔۔۔

এখানে ভাঙে নদী ,

এখানে ভেঙে যায় পাঁজর !


কবরের ওপরে মিশরীয় হরফে পড়ে থাকে শুধু এক বুদ্ধিজীবীর নোট ۔۔۔

"বড়ো দুঃখজনক !"


অথচ ۔۔۔

আমার ভারতবর্ষে ঝালমুড়ি বিক্রি হয় বর্ণপরিচয়ের তিন নম্বর পৃষ্ঠায় !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ