রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

মানুষ এবং মানবতার জন্য

এ কে আজাদ


মাঠের মাঝে আমন ধানের শান্ত সারি দাঁড়িয়ে, 

বলছে-খোকা একটু দাঁড়া, আলতো মাথা নাড়িয়ে।


মৃদু  হাওয়ায় শনশনাশন গানের কলি ছড়িয়ে,

আলের ওপর খুশির তরে পড়ছে শরীর গড়িয়ে।


বলছে- বাছা! গাঁয়ের ছেলে, গাঁ ছেড়েছিস কবে সেই,

তোর বুঝি এই গাঁয়ের তরে এত্তোটুকুও মায়া নেই!


কবে থেকে হাঁটিস না এই আলের পথে বল্ তো রে!

যেই পথে তোর মনের আবেগ শিশির হয়ে গলতো রে!


শহর জুড়ে কহর পড়ে দেখিস বাছা নয়নে,

মায়া নাই রে কারও কারও হৃদয় কিংবা বয়নে।


ইটের মত কীটের সারি, পাথর কারও মনেতে,

তার চে' ভালো পশুও বুঝি বাস করে যে বনেতে।


চুনোপুঁটির হা পিত্তেস, হাসে রাঘব বোয়ালে,

কাটে মানুষ-মানবতা সভ্যতারই চোয়ালে।


বিদ্যাপীঠে হায়না ঘোরে মানুষ মারে দিবাতে,

নিদয় আগুন নকশা পোড়ে, কেউ পারে না নিভাতে।


সবুজ মাঠে বুক পেতে রয়- আয় না খোকা বুকেতে,

মানুষগুলো মানুষ হয়ে বাঁচুক সবাই সুখেতে।


আয় না খোকা ফিরে আবার এই না সবুজ গাঁয়েতে,

ভরিয়ে দেবে আদরে তোর মায়ার সাগর মায়েতে।


সভ্যতা হোক মায়ায় ভরা, মানুষ-মানবতার,

খুশি হবেন আল্লাহ ঈশ্বর এবং ধর্ম অবতার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ