দর্পণ || ইতিহাসের আজকের এই দিনে || ২৫ সেপ্টেম্বর




পোস্ট বার দেখা হয়েছে

 

ঘটনাবলী


১৩৪০ - ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি করে।


১৩৯৬ - দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।


১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।


১৫২৪ - বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।


১৬৩৯ - আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।


১৬৫৪ - ইংল্যান্ড ও ডেনমার্ক বাণিজ্যচুক্তি করে।


১৮০৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।


১৮৯৭ - প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।


১৯১২ - কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।


১৯১৭ - কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব নেয়।


১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করেছিল, ইহুদি শরণার্থী সে দেশে ঢুকতে পারবে না।


১৯৬৯ - ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।


১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।


১৯৭২ - নরওয়তে গণভোটে কমন মার্কেটে যোগদানের বিপক্ষে ভোট পড়ে।


১৯৭৪ - জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।


১৯৭৭ - শিকাগো মেরাথন দৌড়ে প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।


১৯৯৭ - ইহুদীবাদী ইসরাইলী গুপ্তচর সংস্থা মোসাদ ফিলিস্তিনের সংগ্রামী নেতা খালেদ মাশালকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায় ।


২০০৩ - জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল।


জন্ম


১৬৪৪ - ওলে রয়মা, ডেনীয় জ্যোতির্বিজ্ঞানী। 


১৭৪৪ - প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম।


১৮৬৬ - টমাস হান্ট মর্গান, মার্কিন বংশগতিবিদ ও ভ্রূনতত্ত্ববিদ। 


১৮৮১ - চীনা লেখক লু শুন।


১৮৯৭ - নোবেলজয়ী মার্কিন কথাসাহিত্যিক উয়িলিয়াম ফকনার।


১৯২০ - সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ এবং বৈমানিক প্রকৌশলী।


১৯২৫ - স্যামসন এইচ চৌধুরী, বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি। 


১৯৩৩ - সত্য বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা। 


১৯৩৯ - ফিরোজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক। 


১৯৪২ - পিটার পেথেরিক, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। 


১৯৪৪ - মার্কিন অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস।


১৯৪৬ - বিষেন সিং বেদী ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার।


১৯৫০ - জাফর ইকবাল, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও গায়ক। 


১৯৫২ - ক্রিস্টোফার রিভ, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। 


১৯৬৫ - মিনহাজুল আবেদীন নান্নু, বাংলাদেশী ক্রিকেটার।


১৯৬৬ - দোয়েল, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। 


১৯৬৮ - উইল স্মিথ, মার্কিন অভিনেতা ও গায়ক।


১৯৬৯


ব্রাত্য বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্যাভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।


ক্যাথরিন জিটা-জোন্স, ওয়েলসীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী।


হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। 


১৯৮৭ - অ্যাডাম লিথ, ইংরেজ ক্রিকেটার


মৃত্যু


১২৯৪ - প্রখ্যাত বৃটিশ দার্শনিক ও রসায়নবিদ রজার বেকান।


১৬১৭ - জাপানের সম্রাট গো-ইয়োজেই।


১৯৫৩ - জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোন।


১৯৬২ - চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ার।


১৯৬৯ - মধু বসু, আসল নাম সুকুমার বসু, বিখ্যাত বাঙালি চিত্রপরিচালক, অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব।


১৯৭০ - এরিখ মারিয়া রেমার্ক, জার্মান লেখক। 


১৯৭২ - আলেহানদ্রা পিসারনিক, আর্জেন্টিনীয় কবি। 


১৯৮০ - লুইস মাইলস্টোন, মার্কিন চলচ্চিত্র পরিচালক। 


১৯৮৪ - ওয়াল্টার পিজেয়ন, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা। 


১৯৯০ - প্রফুল্লচন্দ্র সেন,ভারতীয় বাঙালি রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা এবং পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী।


২০০১ - সমর দাস, বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক। 


২০০৩ - এডওয়ার্ড সাইদ, ফিলিস্তিনের প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ।


২০২০ - এস. পি. বালসুব্রহ্মণ্যম, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী,সঙ্গীত পরিচালক ও অভিনেতা। 


২০২১ - কমলা ভাসিন, ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ