একুশের লালন ~ দেবাশীষ মুখোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

একুশের লালন

দেবাশীষ মুখোপাধ্যায়


পাখিটা সকাল থেকেই বাচ্চাগুলোর সাথে

মাকে পেয়ে ওদের কিচিরমিচির

ওটা ওদের ভাষা

ওদের মা অমলিন বিরক্তিহীন অপত্যে জাগে ঐ ভাষায়


ভাষা বুকের লালনে বাসা বেঁধে থাকে

পাথরের গায়ে সবুজ শ্যাওলার মতো

বকের উড়ে চলায়

অথবা মেঘের ভেসে বেড়ানোয়

ভাষা জাগে

ভাষা নামে বুকের পাঁজর ঠেলে

এক এক করে


বাউলের একতারায়

মাদলের দ্রিমি দ্রিমিতে

পলাশের আগুনে 

বাচ্চাটার দুমুঠো ভাতের খিদেয়

প্রেমিকার প্রশ্রয় চোখে

জ্যোৎস্নার আলোর এক্কা দোক্কায়

ফিরে ফিরে আসে একুশের ভাষাবাসা

অমর হয়ে থাকে জীবনের এই ধারাপাতে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ