অমর একুশের ইতিকথা ~ ডা এ এম আসিফ রহিম




পোস্ট বার দেখা হয়েছে

অমর একুশের ইতিকথা 

ডা এ এম আসিফ রহিম 


শ্বেত পাথরে লিপি আকা একুশ হাসে সবুজ পাতার আড়ালে তারুন্য জাগিয়ে 

ইট পাথর সুরকির ইতিহাসের বেদি থেকে নেমে আসেন মা সাথে অনেক বর্নমালার বিক্ষুব্ধ সন্তানেরা 

বলে কি?  একি মেনে নেয়া যায়?  নাজিমুদ্দিন জিন্নাহের উর্দুকে উচিয়ে ওরা কোন সাহসে বাংলাকে দাবিয়ে রাখবে?  

তাহলে কি আর কবিতা লেখা হবে না?  গান নাটক সিনেমা হবে না বাংলায়?

মাগো তোমার মুখে মধুর বুলির গল্প শুনা যাবে না তা কি করে হয়?  

ভরদুপুরে ঝলসে উঠা রোদে আমার ভায়ের রক্তেরা আলপনা একেছিল কৃষ্ণচুড়ার ছায়ায়

 কলাভবনের আমতলা থেকে বিক্ষুব্ধ মিছিল এসেছিল ১৪৪ ধারা ভঙ্গ করে 

একের পর এক মুহুর্মুহু স্লোগান ভেদি শিশার বুলেটে ঝাঝড়া হয়েছিল বাংলা মায়ের লাল শাড়ির আচল 

রফিকের মস্তকভেদি মগজ বরকতের বুকের রক্তেমাখা বর্নমালা ঠিকই তার গৌরব এনেছিল প্রানের বিনিময়ে

হৃদয়ের নিলয়ে রক্তের নাচনে লিখেছিল প্রতিবাদ 

তাইতো পাকিস্তানি সরকার বাধ্য হয়েছিল 

বাংলাকে রাষ্ট্রভাষা করতে 

অবশেষে ক্লান্ত শ্রান্ত নিহত ভায়েরা 

মায়ের সম্মান বাচিয়ে  তারই বুকে আশ্রয় নিয়েছে বীর সন্তানেরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ