অমর একুশে ~ নীলাঞ্জনা ভৌমিক




পোস্ট বার দেখা হয়েছে

অমর একুশে

নীলাঞ্জনা ভৌমিক


        শহীদ দিবস 


মাতৃভাষা মায়ের ভালবাসা

জুড়ায় মনের সকল আশা,

মায়ের বুকের সুধাপানে

শিশু হাসে সরল মনে।

যে ভাষাতে বুক ভরে

সেই ভাষাকে পর করে !!

গর্জে ওঠে সন্তানেরা -

প্রাণ দিতেও ভয় করে না।

দেশ ভাগের আঘাত নিয়ে 

আস্তে ধীরে এগিয়ে চলে ,

ভাষাতো তবু নিজের আছে

ভরে ওঠে মন কথা বলে।

সেই ভাষা যখন কেড়ে নেয়

প্রতিবাদে রক্ত বইয়ে দেয় ,

বঙ্গবাসীর আন্দোলনে --

হাজার পুলিশ গুলি বর্ষায়।

কত যে তরুণ শহীদ হয়!

পুত্রহারা মায়ের হাহাকারে,

পাষাণ হৃদয়ও কেঁপে উঠে

চোখের জলে বুক ভাষায়।

বিশ্ববাসীর চেতনা জাগে

ধীরে হলেও সিদ্ধান্ত নেয় ,

শহীদ তথা আন্তর্জাতিক - 

মাতৃদিবস রূপে স্বীকৃতি পায়।

ফাল্গুনে প্রকৃতি রাঙা হলেও

একুশে ফেব্রুয়ারি রঙিন হয়,

ছাত্রদের রক্তে মৃত্তিকা ভাসে

স্মৃতির ক্ষতে প্রলেপ না পায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ