ভাষার পানসি ~ শ্বেতা ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে

ভাষার পানসি

শ্বেতা ব্যানার্জী 


সকাল থেকে দৌড়াই মন বিকেল অব্দি টানা...।

শহিদ বেদি ফুল ছুঁয়ে থাকে ফেব্রুয়ারি মাস কিনা। 


সকাল থেকে মিছিল চলে ভাষার পানসি বেয়ে। 

প্রতিবিম্বে চোখ রাখছে তারা উপলব্ধির গান গেয়ে। 


 বর্ণমালার বর্ণমেলা কচি দুর্বাঘাস,

 বর্ণমালার বর্ণমেলায় আবেগী সুবাস।

 

 বাংলা ভাষা মায়ের ভাষা সাথে নাড়ীর টান...।

 বাংলা ভাষা বুকে বেঁধে নিশ্চিন্তে নিচ্ছি ঘ্রাণ। 

 

বাংলা ভাষার জন্মদিনে গাইবো জয়গান...। 

প্রয়োজনে বুক পেতে দেব আবার চালাও কামান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ