মা ~ সঞ্জীব সাহা




পোস্ট বার দেখা হয়েছে

মা

সঞ্জীব সাহা


বুকের মধ্যে গড়িয়ে পড়ে কথা।

বুকের মধ্যে গড়িয়ে পড়ে ভাষা।


মা বলতেন ভাষা গড়িয়ে গেলেও

নতুন কথা হয়ে ফোটে।


প্রজন্ম বয়ে যায়।

এক কথা সহস্র নদীর মত 

প্রস্ফুটিত হয় - প্রবাহিত স্রোতে

মায়ের গন্ধ ভেসে গেলে,

আর একটা নতুন জন্ম হয়।


সকালে ঘুম ভাঙলে 

মা বলে ডাকতে ইচ্ছে করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ