একুশের গান ~ বিদ্যুৎ বিশ্বাস




পোস্ট বার দেখা হয়েছে

একুশের গান

বিদ্যুৎ বিশ্বাস 


বিন্নি ধানের মাঠের ধারে

পাঁচটি দোয়েল পাখি

কণ্ঠ ছেড়ে গাইছিল গান;

কিন্তু হঠাৎ এ কী!---


গুড়ুম গুড়ুম গুলির আওয়াজ 

স্তব্ধ গানের কলি,

তারপরে যে উঠলো কী ঝড়

শোনো তবে বলি---


নিযুত পাখির কলতানে 

মুখর আদিগন্ত,

আকাশ বাতাস কাঁপল ভীষণ 

কেউ ঘরে নেই, শান্ত!


বুলেট-বৃষ্টি ত্রাসে কাঁপে

আশাবরী সুরে,

গানের কাছে গান থেমে যায়

লক্ষ্য অনেক দূরে...


বিন্নি ধানের মাঠে এখন

পাখির কথাকলি,

সুখসারি গান গাইছে মাঝি,

বাইচে কর্ণফুলী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ