কর্মই তোমার ভাষা ~ সায়ন্তন ধর




পোস্ট বার দেখা হয়েছে

কর্মই তোমার ভাষা

সায়ন্তন ধর 


ক্রেসকোগ্রাফ বলে দেয় গাছ কথা বলে-

গাছ, তুমি কি ভাষায় কথা বলো?

তোমার কি বিশ্বমানের একটিই ভাষা?

নাকি তুন্দ্রা-তৈগার জন্য সাইবেরিয়ান,

নিরক্ষীয়দের জন্য সেলভান,

অথবা তৃণভূমিদের জন্য সাভানা-পম্পাস ভাষাগোষ্ঠী।

পশ্চিম ভারতীয় দ্বীপবাসী, তোমরা কি ক্যারিবিয়ানে সাবলীল?

আর আমার সোনার বাংলার সোনার ফসলেরা-

তোমরা কি বাংলাকে তোমাদের মাতৃভাষা মেনেছো?

নাকি এসবকিছুই নয়, 

তোমার ভাষা কি একমেবদ্বিতীয়ম পার্থিব ভাষা?

নাকি ওই যে সুদূর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে ভেসে আসে-

কেপলার গ্রহের না-দেখা সবুজ প্রাণের সুরেলা সংকেত,

সেই ভাষাই তোমার... এক মহাজাগতিক ভাষা।

তুমি চুপ করে থেকেও কত কথা বলে যাও,

ফুল ফোটাও আর তোমাদের চিন্তাকে বলিয়ে নাও আমাদের দিয়ে-

কর্মই তোমার ভাষা, সারাদিন গ্রাণা স্ট্রোমাতে চলছে নিঃশব্দ ফ্যাক্টরি-

তোমার থেকে অনেক কিছু শেখার আছে-

কাজেই ফুটিয়ে তুলতে হবে সকল ভাষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ