দা বং কানেকশন ~ সায়ন্তিকা ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

দা বং কানেকশন 

সায়ন্তিকা ভট্টাচার্য্য 


মহাশূন্য গিলে খাওয়া বর্ণপরচিয় 

আর রক্তাক্ত ধানক্ষেতে তখনও হয়তো লেগে আছে ۔۔۔

"অ এ অজগর ,আ এ আম۔۔۔۔"

ব্ল্যাকবোর্ডে পায়ের ছাপ !

মাটির নিচ থেকে উঠে আসা লরেটো হাউসের সংবিধানে লেখা হয়নি কোনো কবিতা ,

তবুও ۔۔۔

বাংলার ইতিহাস খুবলে খায় একুশের সকাল !


লাল হয়ে যাওয়া তালব্য শ ক্রমশঃ পাখির ডানায় ভর করে উঠে দাঁড়ায় ,

চন্দ্রবিন্দুরা পরিণত উঠোনে ভিড় জমায় ,

শহরের ধুলোমাখা বুক পকেটে লুকিয়ে থাকে বাঙালি হওয়ার যন্ত্রণা ۔۔۔۔


অথচ কেয়ার অফ বং কানেকশন হয়ে ওঠা আমি আজও কবিতা লিখতে বসে বাংলায় ভাবি ۔۔۔۔


"আমার দেশ আমার মা ,

আমার মাটির গন্ধে এখনো ভিজে যায় তোমার আমার বর্ষাকাল ,

এবং আমার শব্দের রঙ এখনো টকটকে লাল !"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ