বাংলা ভাষা ~ শিপ্রা দেবনাথ




পোস্ট বার দেখা হয়েছে

বাংলা ভাষা 

শিপ্রা দেবনাথ 


দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি

সেদিন দুপুরে খুব বৃষ্টি ঝরেছিল

লাল বৃষ্টি বরকতের রক্তের।

বাংলার রাজপথে এখনো

কালসিটে দাগ মুছে যায়নি

রফিক জব্বার ওদের রক্তের।

ওদের বুকের রক্ত মুখে উঠেছিল

এপারে আমাদের শিলচরে

ওধারে তোমাদের পদ্মা পাড়ে।

লড়াই ছিল একটাই 

বাংলা ভাষা আমাদের চাই।

ওদের মনের বিদ্ঘুটে কালো আকাশে

যতই মেঘ গর্জায় তেমনি করে

আমরাও মুক্তির হুংকার ছড়িয়ে দিয়েছি বাতাসে।

এদিকে ফিনকি দিয়ে উঠে তবু হৃদয় রাঙা বাংলা ভাষা, আহামরি আমাদের মাতৃভাষা

তোমার আমার অস্থি মজ্জায় আত্মায়।

রক্তের বিনিময়ে পেয়েছি শেষে 

বাঁচিয়ে রাখব তাকে ভালোবাসায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ