সম্মিলিত প্রতিবাদ ~ অনিরুদ্ধ দত্ত




পোস্ট বার দেখা হয়েছে

সম্মিলিত প্রতিবাদ 

অনিরুদ্ধ দত্ত

         ‌     

মনে পড়ে আমাদের আশা, আমাদের গর্ব বাংলা ভাষাকে?ইংরেজি মাধ্যম স্কুলে, রক্তের দাগ দেখে শিউরে ওঠে আব্দুল, রফিকদের আত্মারা! তারা তো রক্ত বন্যায় ধুইয়ে দিয়েছিল উর্দু ভাষাকে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি। তারা চেয়েছিলো রাষ্ট্রভাষা হোক বাংলা, কারণ তখন অবিভক্ত পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা। আজ আব্দুল, রফিকদের সমগ্র স্নায়ুতন্ত্র আলোড়িত হয়, তাদের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে আরম্ভ করে,যখন ইংরেজি মাধ্যমের  ছাত্র-ছাত্রীরা বলে তাদের 'বাংলাটা ঠিক আসে না'। শুধুমাত্র ভাবের আদান-প্রদানের জন্য নয়, ওদের স্বপ্নে-প্রেমে ছিল বাংলা ভাষা,ওদের রক্তে ছিল বাংলা,ওরা প্রথম বলতে শিখলো বাংলা ভাষা---- 'মা'।অবিভক্ত পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল তখন বাংলা। ধীরে ধীরে আন্দোলন পুঞ্জীভূত হচ্ছিলো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, পাকিস্তানের তদানীন্তন শাসকদের বিরুদ্ধে। অবশেষে এলো সেই দিন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি; একের পর এক গুলি চললো, কিন্তু শহীদেরা তো তাদের সমগ্র দেহে রক্ত মেখে নিয়েছিলো।শাসকের দল তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিলো;অবশেষে আজ পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা। রক্তস্নাত সেই দিনকে জাতিসংঘ আজ 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে স্বীকৃতি দিয়েছে। সমস্ত রক্ত গায়ে মেখে নেওয়ার পরেও, এখনো বইমেলায়, স্কুলে, রাস্তায়, টেলিভিশনের পর্দায় খেয়াল করে আব্দুল,রফিকদের আত্মারা , বাঙালিদের গায়ে ছিঁটে ফোঁটা কালচে রক্তের দাগ এখনো লেগে রয়েছে, আর এক অদ্ভুত ভাষার শিকার হয়েছে তারা--'বাংরেজী'। শহীদদের চোখের জলের গভীরতায় ডুবে যাচ্ছে আমাদের কবিগুরুর, শরৎচন্দ্রের, বিভূতিভূষণের,সত্যেন্দ্রনাথ  দত্তের চিরকালীন  বাংলা ভাষার মাধুকরী। যাদের উপর দায়িত্ব ছিল এই বাংলা ভাষাকে রক্ষা করার আজ তারাই বাংরেজী; হারিয়ে যাচ্ছি আমরা নিজেরা, হারিয়ে ফেলছি আমাদের সন্তানদের, ধীরে ধীরে অবলুপ্তি পথে এগিয়ে চলেছে আমাদের সংস্কৃতি, আমাদের স্বপ্নের, রক্তের বাংলা ভাষা! আসুন সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ গড়ে তুলি,'একটু উষ্ণতার জন্য' ফিরিয়ে আনি বাংলাকে। বড় প্রয়োজন এখন আমাদের আব্দুল,রফিকদের। আমাদের সম্মিলিত প্রতিবাদে হয়তো তারাও অলক্ষ্যে শামিল হয়ে পরম শান্তিতে ঘুমোতে পারবে।-----------------------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ