মাতৃভাষার অমর গাথা ~ শুভ্রা ভট্টাচার্য




পোস্ট বার দেখা হয়েছে

মাতৃভাষার অমর গাথা

শুভ্রা ভট্টাচার্য


একুশ তুমি ভাইয়ের রক্তে রাঙানো গাথা  

কেমনে ভুলি সেই মহতি বলিদানের কথা!

একুশ তুমি মোদের গর্ব অন্তরের আশা

মাতৃসুধারসসিক্ত আ-মরি বাংলা ভাষা।


বাহান্নের একুশ জ্বালিয়ে বিদ্রোহের আগুন

রচিলে প্রাণে মাতৃভাষার স্বীকৃতির ফাগুন,

একুশে তোমার শপথ জাগায় চেতনাবোধ

মাতৃভাষার অবমূল্যায়নকে করেছে রোধ।


মায়ের ভাষায় জীবন আদর্শের মূলমন্ত্র

তোমা হতেই স্বাধীনতা সংহতি গণতন্ত্র,

বাংলা তুমি মিশে ধমনী শিরা উপশিরায়

গর্জিত কলমে তোমার সম্মান রাখার দায়।


মাতৃদুগ্ধসম এ ভাষায় বাঙালীর উচ্চ শির

আবেগ উচ্ছ্বাসে অন্তরে ফল্গুধারা তিরতির,

একুশের ভাষায় সূর্য ওঠা নব ভোরের গান

জগৎসভায় বাংলা ভাষার শ্রেষ্ঠত্বের মান।।          

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ