মায়ের গান ~ জয়ন্ত মল্লিক




পোস্ট বার দেখা হয়েছে

মায়ের গান

জয়ন্ত মল্লিক 


নিপাটে ঘুমিয়ে গেলে

মায়ের গান শুনি.... অস্ফুটে 

অ..আ..ক..খ..ই.. তানে।


তোকেই যেনো স্মরি মাগো

আর লালিমায় শোভিত ভূখণ্ড 

যদি পুণর্জন্ম আসে কস্মিনে।


হরফের মতো কী সুমধুর 

মায়া বন্ধনে বাধলে সুদূর 

মিশে আছে যা কথক আলিঙ্গনে।


তব সুরে সুরে মন উড়ে

বাউলের ওই একতারা ধরে

বঙ্গগীতের তুফান উঠুক মনেপ্রাণে। 


স্বরলিপি ছুঁয়ে যাক সেই বিজাতে

বঙ্গেতে জন্মে যারা 

না রাখলো বাংলা ভাষার মান।


অতঃপর তাদের অভিলাষে

বঙ্গ জননীর সন্তান হয়ে-

কিঞ্চিৎ নয় আমি সীমাহীন সন্দিহান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ