শব্দ-ঘড়ি ~ বন্দনা পাত্র




পোস্ট বার দেখা হয়েছে

শব্দ-ঘড়ি 

বন্দনা পাত্র 


সকাল বিকাল রাত বিরেতে কথা বলি 

ভাষা দিয়ে বোঝাই কাজের কথা সকলি,


ইচ্ছে করেই ইচ্ছেগুলো লিখে ফেলি খাতায়- 

অক্ষর আর বর্ণ শিমুল বাংলা ভাষা লেখায়। 


মনের কথাও বাংলাতে পলাশ শিমুল ফুলে 

হাজার বসন্ত রক্ত মেখে ঢাকা পথের কোলে-


প্রতিবাদের ভাষা ছিল বাংলা,জানে সকলে 

মুঠোয় ভরা মধুর ভাষা মাতৃভাষার দলে। 


সকাল বেলায় মা'কে ডাকি,কেউ বলে আম্মা 

একুশ তারিখ গর্বে ভরা, ভাষাই আমার মা


তাকে ছাড়া সকাল থেকে রাত অবধি

                     আমার চলে না।


ভাষা আমার চালক গাড়ি শব্দ-ঘড়ি 

একুশ তো নয়,সব তারিখেই মনে করি,


কৃষ্ণচূড়ার লালের মত সেই যে প্রভাতফেরী 

শোক-পোশাকে আগুন রঙা একুশে ফেব্রুয়ারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ