বাংলা ভাষা ভালবাসা ~ লিপিমিতা তনুশ্রী




পোস্ট বার দেখা হয়েছে

বাংলা ভাষা ভালবাসা

লিপিমিতা তনুশ্রী 


তোমার জন্য অন্ধকার মাতৃজঠর থেকে

বেরিয়ে আসার তীব্র আকাঙ্খা, আকুতি ;

তোমার জন্যই এই পৃথিবীর 

রূপ-রস-গন্ধসুষমা মধুর অতি।

তোমার জন্য প্রাণোচ্ছ্বল ছেলেবেলা-মেয়েবেলা —

মনের মাঝে স্মৃতির ভাঁজে কত কিছু বলা কত কিছু লেখা।

তুমি মোদের ঐতিহ্য ঐশ্বর্য শিক্ষা সংস্কৃতির আলোকবন্যা

জীবনে-মননে সর্বক্ষণে তোমারই অপূর্ব দ্যোতনা।

তোমারে পেয়েছি মাতৃদুগ্ধে, মিষ্টি মধুর বোলে

তোমারে পিয়েছি আকণ্ঠ সুধারসে শব্দ-মাধুর্য্যে।

চেতনা যখন বর্ণসমাবেশে — বুঁদ হয়েছি অর্থ-অলংকারে

তোমারে লভেছি পিতৃসত্ত্বায় অনন্ত উত্তরাধিকারে।

তুমি মোর প্রিয়তম, আজন্মের চিরসখা "বাংলা ভাষা" —

কোমল-প্রাণের মাতা-পিতা আলোর দিশায় নিয়ে চলা।

যে রক্তগঙ্গা বইয়ে তোমাকে ফিরে পাওয়া,

সেই রক্ততিলক কপালে এঁকে আজন্ম তোমাকেই 

সুমর্যাদায় " জীবনের জীবন" করে রাখা।

বাংলা মোর মাতৃভাষা, বাংলা আমার ভালবাসা

বাংলা আমার সকাল-সাঁঝ, বাংলা আমার হৃদয়-রাজ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ