সম্পর্কের ভাষা ~ ডরোথী দাশ বিশ্বাস




পোস্ট বার দেখা হয়েছে

সম্পর্কের ভাষা

ডরোথী দাশ বিশ্বাস


সব ছেড়ে তাকিয়ে আছো আমার দিকে

কি বলি আমি?

বুঝতে পেরে স্মিত হেসে শুধু দেখে যাই তোমাকে।

বুঝতে চেষ্টা করি

সত্যিই কি আমার সমর্থন চাও?


সবাই যখন হাত তুলে সমর্থন জানালো

আমি হাত তুলিনি।

তুমি কত নরম সুরে বললে, 

"তুমি কি বল?"


আমি তো প্রথমদিনই বলে দিয়েছি-

যখন সবাই নিরুত্তর ছিলো।


এ কথা শুনে ঘরের বাতাসে ছড়িয়ে পড়লো হাসির রোল।


কাঁদো কাঁদো মুখে দায়িত্ব এড়ানোর বিফল চেষ্টা---


আমি তখন উঠে গিয়ে জড়িয়ে ধরলাম তোমাকে,

আমার গালে তোমার মাথা ঠেকলো।


সম্পর্কের ভাষা যে এরকমই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ