পোষ্টমর্টেম ~ নিলয় নন্দী




পোস্ট বার দেখা হয়েছে

পোষ্টমর্টেম

নিলয় নন্দী


মাটি ভেসে বেড়াচ্ছিল শূন্যে 

হাওয়ায় তখনো দেশি অক্ষরের বীজ 

পাঁজর জুড়ে গোপনীয় স্লেট, পেনসিল দাগ 

পোষ্টমর্টেম ঘর থেকে বেরিয়ে আসে বাংলা টিচার 

"আত্মহত্যার চিহ্ন পেলে?"... প্রেমের কবিতাসমগ্রে 

তখনো বিলিতি মদের গন্ধ, সিলভিয়া রোমান্স 

শান্তিপুরী আঁচল বা শীতলপাটি কেবল নির্বাক ঋণ

আরেকটু মায়া, আরেকটু হাসি 

এইটুকু সব নয়।  


সরষেক্ষেতের উপর দিয়ে রাজহাঁস উড়ে গেলে 

আমিও খরার দিন অবুঝ বালক 

নতুন ম্যাজিক দেখি মায়াবী ডানা বীণারঞ্জিত 

অ আ ক খ... 


সিলভিয়া সরস্বতী অলীক ট্রাফিক রাস্তা পারাপার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ