একুশের চেতনা ~ শুক্লা চ্যাটার্জি




পোস্ট বার দেখা হয়েছে

একুশের চেতনা 

শুক্লা চ্যাটার্জি


একুশ বাংলা ভাষার গন্ধ মাখা দিন, 

চোখের জলে শোকেরছায়ায় --

ফিরে এলো আবার সেই শোকস্তব্ধ দিন ।

ভাষাই আমাদের শিখিয়েছে " মা" বলা ডাক, 

আবু বরকত রফিক জব্বর আরও কত যে দামাল ছেলে --

ওদের তো শহীদ হবার কথা ছিল না, 

ওরা চেয়েছিলো নিপাট বাংলা ভাষা।

 কৃষ্ণচূড়ার লালিমা যত ঝরলো পথের পরে , 

মায়ের যত দামাল বীর ছেলে-- শহীদ হোলো ফিরলো না আর ঘরে ।

রক্ত মাখা পথ বর্ণমালায় সাজলো,

অমর ১৯৫২-র২১শে ফেব্রুয়ারি. . . . 

একুশ কবিতা, প্রাণের কথা, গান--

 একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার অলংকার, 

 দুই বাংলায় একুশ চির অম্লান ।

আজ বাংলা ভাষাতে দিই তাদের সম্মান, 

যাদের কারণে পেলাম এ অহংকার -

শতকোটি সেলাম জানাই তাদের বারংবার ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ