তোমার জন্য ~ চন্দ্রশেখর ভট্টাচার্য




পোস্ট বার দেখা হয়েছে

তোমার জন্য

চন্দ্রশেখর ভট্টাচার্য


তোমার জন্য একটুও নেই উৎকণ্ঠা আমার

তোমার নামেই বীজ বুনেছি, স্বপ্নে যৌথ খামার।


দূর করেছি করুণ কাঁদন, অকারণের ভক্তি

তোমায় আঘাত করতে এলে বাঁধবে রক্তারক্তি।


তোমার জন্য মজুর হব, মাঝি, কামার, চাষা

তোমার জন্য যুদ্ধে যাব, আমার বাঙলা ভাষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ