একুশ আমার প্রানের স্পন্দন ~ শান্তি দাস




পোস্ট বার দেখা হয়েছে

একুশ আমার প্রানের স্পন্দন

শান্তি দাস


বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণের স্পন্দন,

এই ভাষাতেই বলবো কথা,আমার জন্মগত অধিকার।

একুশ মানেই একুশে ফেব্রুয়ারি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,

আজি বিশ্ব মাঝে চিরনন্দিত বাংলা ভাষার স্বীকৃতি।


একুশ মানেই রক্তে রাঙানো এই বসুন্ধরায়,

একুশ মানেই,রফিক,জব্বার,সালাম,বরকত,শহীদদের রক্তে রাঙানো।

মাতৃভাষা কথা তৎপর বলার,অধিকারে রক্ত প্লাবনের রাজপথ।

বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে কত তাজা প্রাণ।


জন্মলগ্ন থেকেই,শিশুর কান্নায় শিশুর প্রথম উচ্চারণ মায়ের ভাষা,

বাংলা আমার মায়ের ভাষা প্রথম বই অ আ উচ্চারণে বলা।

স্বদেশ আমার স্বদেশ আমার সব কিছুতেই বিশ্ব সেরা,

আমার গর্বে ভরা ভালোবাসা আমার সোনার বাংলা।


অন্তরের ভাবনায় সৌভাগ্যে মোদের বর্ণমালা একুশ,

যা কিছু অনুভূতি এনেছে আমার বর্ণমালা অ,আ,ক,খ,গ।

মাতৃভাষায় কথা বলি,গভীর মর্মে উপলব্ধি করি একুশে ফেব্রুয়ারি,

নিজের ভাষায় কথা বলি,দৃঢ় প্রত্যয়,পা ফেলি নিজের মাটিতে।


এদেশ সকল দেশ সেরা গর্বে ভরা আমার মাতৃভূমি,

বাংলা আমার হৃদস্পন্দন বাংলা আমার মাতৃভাষা।

মায়ের এই ভাষা বাংলা ভাষা মোরা পেয়েছি বিশ্ব খ্যাতি,

তাইতো শহীদদের প্রাণ বলিদানে চির স্মরণে একুশে ফেব্রুয়ারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ