কান্নার অনুবাদ ~ বৈজয়ন্ত রাহা




পোস্ট বার দেখা হয়েছে

 
কান্নার অনুবাদ 

 বৈজয়ন্ত রাহা


রাস্তার ধারে হাঁটুতে মুখ গুঁজে বসে রয়েছে 

একজন অভুক্ত মানুষ, মৌন

কে যেন বলেছিল-- ' অমৃতস্য পুত্রা:'


আদুড় গায়ে মাঠের উপর দিয়ে দৌড়োচ্ছে 

আকুল বালক 

নদী দেখে থমকে দাঁড়াতেই -- বনলতা সেন

বালকের চোখ 'সমুদ্র সফেন' 


টেবিলের উপর ঝুঁকে পড়ছে মাথা 

এখনও অনেক বাকি 

কান্নার অনুবাদ তো বিনি-সুতোর-গাথা


দিনান্তে আশ্রয় নেই, কার কাছে যাবে?

অনিবার্য রক্তপাত। মা আছে, চোখটি মুছাবে


স্বপ্নে ফোঁপাচ্ছে গান, কেঁদে উঠছে সিন্ধু

প্রেম কী সহজে মরে, অ থেকে চন্দ্রবিন্দু?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ