অমর একুশে~ রীতা চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

অমর একুশে

রীতা চক্রবর্তী


এসেছে বসন্ত, ফাগুনের বিষাদ বেলার

একুশের অশ্রু মেখে—

রক্ত ঝরিয়ে ছিনিয়ে এনেছে

বহু সংগ্রামের অর্জিত ফসল

প্রাণের মাতৃভাষা।


একুশ মুক্ত করেছে বাংলাভাষা

কত শত শহীদের রক্ত দামে কেনা,

ভাষার জন্য শহীদ যাঁরা

শোধ হবেনা তাঁদের দেনা।


ঢাকার রাজপথ রক্তে রাঙিয়ে

সেদিন একুশের ভাষা তর্পণের কান্ডারী ছিল ওরা—

সালাম,রফিক,বরকত,সহ

আরো কত কত শহীদের আত্মবলিদানে

অমর একুশ হয়ে গেল

অক্ষয় অম্লান।


ওরা ঝরে গেছে, বিনিময়ে দিয়ে গেছে

সুললিত বাংলাভাষায় প্রাণ,

আজ এ ভাষাই পেয়েছে

বিশ্ব দরবারে জাতীয় সম্মান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ