একুশ মহান ~ দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

একুশ মহান 

দেবাশীষ ভট্টাচার্য্য 


বহু অক্ষর, বহু চেতনা যখন বিপ্লবী হাতিয়ার,

মাতৃভাষা শেখায় চেতনা বিশ্ব অহংকার।

বহু রক্তে ভিজে থাকা সড়ক - শেকল হুশিয়ার,

গাইবো সবাই জীবনের গান - দুর্জয়, দুর্বার ।


নিয়মিত বুলি চাপানো ইতিহাস মুছে যাবে,

আমার শোকের বাগানে আগামী ধরা দেবে।

নিয়তী ছিনিয়ে কদর্য সভ্যতার চোখ রাঙানি আর ভয় ।

মানুষ যখন পথে নামে যেনো - আটকানো সহজ নয় ।


আর ফেরেনি যাঁরা, স্রোতে ভেসে গ্যছে হুঙ্কারে - পতাকায়।

যদি নাই দেবে বাঁচার স্বাধীনতা, আমরা জানি কিভাবে  

ছিনিয়ে নিতে হয়।


অধিকার বোধ , শোষিত ক্ষুধায়, উপেক্ষা বলিয়ান ।

রুখে দেওয়া জানে, ভাষা গুণগানে একুশ মহান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ