বর্ণমালা ~ শিবাজী সান্যাল




পোস্ট বার দেখা হয়েছে

বর্ণমালা 

শিবাজী  সান্যাল


সেবার বসন্তে হযনি কোন উৎসব

কৃষ্ণচূড়া চেয়েছিল অবাক বিস্ময়ে


প্রভাত ফেরি । সূর্যোদয় 

নিয়ে আসে এক দুঃখের গাঁথা 

খালি পায়ে

হাতে ফুল

হৃদয়ে কষ্টের ভার

শহীদ মিনারের পাদদেশে

হাজার নির্বাক প্রাণের শ্রদ্ধা সীমাহীন 

মনে হয় তবুও অসম্পূর্ণ ।  নতশীর

কি বা দিতে পারি তোমাদের  ?

           

হে আমার বর্ণমালা  

চেপে ধরি বুকে ।  তোমাদের 

              কথা মনে করে । 


সেবার বসন্তে হয়নি কোন উৎসব

কৃষ্ণচূড়া চেয়েছিল অবাক বিস্ময়ে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ