ভাষা ~ তৈমুর খান




পোস্ট বার দেখা হয়েছে

 
ভাষা

তৈমুর খান


 পুনর্বার বেঁচে উঠি; মৃত্যুও পারে না মুছে দিতে

 আমরা তো বাংলা ভাষা, ছড়িয়ে পড়ি সারাপৃথিবীতে।

প্রাণে প্রাণে আলো জ্বেলে ইতিহাস থেকে

 আমরাইতো ডেকে আনি ভাষাবিপ্লবীকে।

এখনো স্পন্দিত হয় ফেব্রুয়ারি মাস

এখনো শপথ বাক্যে উদ্দাম বাতাস।

সব চারা মহীরুহ, শস্য ক্ষেতে ফসলের ঘ্রাণ

বৃক্ষে বৃক্ষে পাখি; বাংলা ভাষার কলতান।

আমার প্রজ্ঞার কাছে এখনো সেই প্রেম আছে

অভিমানে রাঙামুখ, কপালে চর্চিত চন্দন।

তবু শুভ্র শাড়ি পরে আমি সরস্বতী

পাঠশালার বারান্দায় নতুন পরিচয়।

সবার স্বপ্নের পথে আলো দিতে এসে

জন্ম নিয়েছি আমি এই শ্যাম নম্র বাংলায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ