বাংলা ভাষা আমার গর্ব ~ মহুয়া হাজরা




পোস্ট বার দেখা হয়েছে

 

বাংলা ভাষা আমার গর্ব

মহুয়া হাজরা 


বাংলা আমার মা, বাংলা আমার মাতৃভাষা 

সে যে আমার প্রাণের ভাষা, অন্তরের আকুলতা! 

ভারি মিষ্টি মধুর ভাষা, জগৎ সভায় পেয়েছে আজ শ্রেষ্ঠত্বের আসন।

মাতৃভাষা সে যে মাতৃভূমি সম, 

সেই মধুর ভাষায় উচ্চ কণ্ঠে গাইবো গান,

বলবো কথা, লিখবো, পড়বো রাখবো তার সম্মান ।

 এই ভাষারই যে একদিন হয়েছিল অসম্মান। 

প্রতিবাদী হয়েছিল কতো শত তরুণ, 

ভাষার সম্মানার্থে তারা দিয়েছিলো নিজ বলিদান।

ভাষা শহীদদের রক্তে রাঙা হয়েছিল মাতৃভূমি, 

আজও কেউ ভোলেনি, অমর একুশে ফেব্রুয়ারি।

অবশেষে, উনিশশো নিরানব্বইয়ের একুশে ফেব্রুয়ারি

পেলো স্বীকৃতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে।

অনাদর যে করে মাতৃভাষার, অজ্ঞানী সম সে! 

বিদেশী ভাষাকে আপন করে, করবো না  মাতৃভাষার অসম্মান।

কতো কাব্য হয়েছে রচনা এই ভাষাতেই, পেয়েছে শ্রেষ্ঠত্বের আসন, 

এই ভাষাতেই স্বামিজী করেছিলেন বিশ্বজয়। 

আজ বিশ্ব দরবারে. বাংলা ভাষাই পেয়েছে সবচেয়ে মিষ্টি ভাষার সম্মান। 

হয়েছে সময়, নিয়েছি শপথ, এই ভাষাকেই রাখবো সদা আপন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ