অমর একুশ ~ হামিদুল ইসলাম




পোস্ট বার দেখা হয়েছে

                 অমর একুশ

                 হামিদুল ইসলাম

                    

এই তো আমার প্রথম স্বর অ আ

এই তো আমার প্রথম ডাক মা মা

মা আছে তাই পেয়ে যাই আমার 

মায়ের ভাষা      ।।



মা আছে তাই বুক ভরে শ্বাস নিই

মায়ের বুকে পাই সুখ

মা আমার স্বর্গ। মা আমার একুশের স্মরণীয় মুখ   ।।



মা আছে তাই চোখ ভরে আকাশ দেখা

মা আছে তাই অঙ্কুর থেকে চারা হয়ে বেড়ে ওঠা

মায়ের ভাষা আমার প্রথম শোনা

মায়ের চোখে আজও আমার একুশের স্বপ্ন বোনা       ।।



মায়ের বুক থেকে নিঃসৃত স্তন্যধারা

সেই তো আমার জীবন

আমার প্রাণভোমরা। আমার একুশের সাতকাহন     ।।



মা আছে তাই পেয়ে যাই

মাতৃভাষা

মা আছে তাই পেয়ে যাই

মায়ের ভাষা

এ ভাষা আমার জনম মরণ। আমার একুশের ভালোবাসা    ।।



এই ভাষাতেই আসে নোবেল

এ ভাষা আজ সর্বজনীন

অমর একুশ। সত্যিই অমর একুশ আজও চিররঙিন     ।।


অমর একুশ, অমর একুশ

তোমার বুকে আজও শহীদের উচ্ছ্বাস

তুমি অক্ষয় অমর, তুমি দুর্জয় দুর্বার

তুমি অমর একুশ। তুমি চিরন্তন, তুমি অবিনশ্বর     ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ