"আ মরি বাংলা ভাষা " ~ কে দেব দাস




পোস্ট বার দেখা হয়েছে

"আ মরি বাংলা ভাষা "

কে দেব দাস



তোমার ভাষা, আমার ভাষা, তোমার আমার মায়ের ভাষা, আ মরি বাংলা ভাষা।


মাতৃভাষা জাতির পরিচয়, মাতৃত্বের পরিচয়,

ভাব বিনিময়ের পরিচয়, ভাতৃত্ববোদের পরিচয়।

মাতৃভাষা একটি জাতির  ধারক, বাহক, একটা জাতির অস্তিত্ব।


মাতৃভাষার জন্য যে জাতি আত্মবলিদান দিতে পারে, সে জাতি বাঙালি।

"রফিক, সালাম, বরকত, জাব্বার, শফিউর" তোমাদের  শৈয্য , তোমাদের বীর্য, তোমাদের পরাক্রম, তোমাদের রক্তে রাঙ্গানো অমর একুশে ফেব্রুয়ারি চিরস্মরণীয়। 

তোমাদের সালাম, তোমাদের কাছে নতমস্তক।


এ পারে ও মাতৃভাষা বাংলার জন্য আসামের বরাক ভেলীতে যে ১২ জন শহীদ হয়েছিল তাঁদেরকেও অনুরুপ ভাবে স্মরণ করি।


যে জাতি প্রাণের আহুতি দিয়ে,

সমগ্ৰ মানব জাতির জন্য মাতৃভাষার অধিকার আদায় করতে সক্ষম হয়েছে, সমগ্ৰ বিশ্বকে পথ দেখিয়েছে, 

সে জাতি, একমাত্র বাঙালি জাতি, যার কোন বিকল্প পৃথিবীর ইতিহাসে আর ঘটবে না।


তাই বিশ্ব মাতৃভাষা দিবসের উপলক্ষে নত মস্তকে স্মরণ করি "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ