একুশে ফেব্রুয়ারী ~ রাজর্ষি মজুমদার




পোস্ট বার দেখা হয়েছে

 
একুশে ফেব্রুয়ারী

 রাজর্ষি মজুমদার


একুশে ফেব্রুয়ারী বাঙালী দেখেছে

রক্তের হোলি খেলা-

ভাষার বিনিময়ে বহতা রক্ত নদী।


একুশ মানেই বাঙালীর স্পর্দ্ধা, 

একুশ মানেই বাঙালীর জয়-

লড়াইয়ের ময়দান। 


একুশ আমার মুকুটমণি

সোহাগী মাতৃভাষা,

একুশ আমার হৃদস্পন্দন 

শিরায় শিরায় বাঙালীআনা।


একুশ এলেই বাঙালীর বুকে

সেজে ওঠে অহংকারের ডালি,

একুশ মানেই 

বাঙালীর মুখে জারি-সারি ভাটিয়ালী।


একুশ ফেব্রুয়ারী উচ্চারিত হলেই

বাঙালীর চোখে ভাসে

আলোকিত বহু নাম

রফিক জব্বার বরকত সালাম........

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ