একুশের অঙ্গীকার ~ নীলাঞ্জন চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

একুশের অঙ্গীকার

নীলাঞ্জন চট্টোপাধ্যায় 


"মা ওরা আমার মাতৃভাষা ছিনিয়ে নিতে চায়,

কেড়ে নিতে চায় আমার মাতৃভাষা",

উঠলো কেঁপে সেদিন শিক্ষালয় -

রাজপথ জুড়ে ঢাকাতে সেই  সেদিনে নতুন সূর্যোদয় ,

বাহান্নোর ফেব্রুয়ারীর পলাশ রাঙা একুশ ভোরে

স্বাধীনতার পালে লাগল হাওয়া, হলো সূর্যোদয়।।


যে ভাষায় আমার প্রথম বোল -

যে ভাষায় বলেছি" মা"-

সে ভাষা আমার বুকের কাঁপন,

সে ভাষা আমার ভালবাসা, সকল গরিমা।।


সেই বাংলাভাষায়  বলতে কথা,

 যদি লাগাম পড়ে জিভে!

অধিকার নেয় ছিনিয়ে কেউ অতর্কিতে --

সব   অধিকার   ছিনিয়ে নিতে চায় চিরদিনের মতো

হানাদারের , অত্যাচারীর হাত কখন অতর্কিতে।।


তবে মানবে না মন, মানবে না বিবেক

বিদ্রোহ করে উঠবে সমগ্র সত্তা,

হৃদয়ের আগুন ছড়িয়ে যাবে,

রুধির হবে উত্তপ্ত!

বাহান্নোর একুশে ফেব্রুয়ারি, জ্বলে উঠেছিল বুকে

এমন আগুন, আমার মাতৃভাষার জন্য।

আমার বাংলাভাষার জন্য।।

প্রানে আগুন আজও ঝরে সেই একুশে

ফেব্রুয়ারীর একুশ বোঝে ভাষার জন্য আবেগ, ব্যথা --

ফেব্রুয়ারী একুশ জানে, মাতৃভাষার নক্সীকাঁথা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ