দর্পণ || সাপ্তাহিক হোয়াটসঅ্যাপ নির্বাচিত কলম




পোস্ট বার দেখা হয়েছে

কবিতা ইত‍্যাদি

দেবারতি গুহ সামন্ত


চিরুনির ডগায় উঠে এসেছিল লেখাটা,

কেমন করে যেন হারিয়ে গেল চুলের বাঁকে।

উরুতে,থুতনিতে,নাভিতে উল্কি আঁকছিলাম তখন,

শেষ বিকেল,ম‍‍্যাট ফিনিশড নোজ রিং।


সেই কবে কোন এক জনৈক বলেছিল,

হাজার কবিতা,বেকার সবই তা....

আবেগ,কল্পনা,রঙের মিশেলে কি তৈরী সেই কবিতা?

আল্ট্রামর্ডান?নাকি নিতান্তই সাদামাটা,ছাপোষা,আটপৌরে?


চুলের গোড়ায় তেল দিলাম,নোজ রিংটা একটু বাঁকালাম,

উল্কিগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসলাম আপনমনে।

ঠিক তখনই,হ‍্যা হ‍্যা,ঠিক তখনই,

ধিকিধিকি গড়ে ওঠা কবিতা ছলকে উঠল চিরুনির ডগায়!!


শুন‍্য দোলনা ততক্ষণে দুলতে শুরু করেছে,ভরাট বসন্ত।।

**********

আশার ভরসা রঙে কবিতার প্রচ্ছদ

অসীম দাস 


সিন্ধু জলে হরপ্পার স্মৃতির মতন 

অগোছালো ঢেউ ঢেউ ছায়াহীন সূর্যপতন ।


হিমরক্ত বয়ে বয়ে আধুনিক পাথরের 

উদাসীন গুহাঘরে উবু হয়ে আছি ।

উলুখাগড়া জীবনের লীনতাপ শুষে 

শ'য়ে শ'য়ে লঞ্চার যুগে যুগে বধ্যভূমি খোঁজে ।

জরাসন্ধী ক্ষমতার ডি এন এ'র বীজে 

সীজারীয় ভূত ঘোরে শতাব্দীর স্রোতে ।


বাতাসের মত পাখির পালকে কোনও 

সীমান্তের মানচিত্র নেই ।

সমুদ্রের ত্রিনয়নে ফুটে আছে 

আশ্চর্য ধৈর্য্যের প্রেমিক প্রশ্রয় ।


সভ্যতার শেষ যুদ্ধ শোকে 

বিশুদ্ধ মানবতার চোখে ভেসে যাবে শেষ কান্নাযান ,

এই অনুপম আশার ভরসা রঙে 

এখনও কবিতার প্রশান্ত প্রচ্ছদ আঁকি ।

*********

কবিতার দিন 

সুজিত চক্রবর্তী 


সেদিন ভোরে উঠে দেখি নির্মেঘ আকাশে চাঁদ  

 তখনও আমার দিকে অবাক চোখে তাকিয়ে 

কী যেন এক বিন্দু ভালোবাসার খোঁজে একা !

আমি তো জানি আজকাল হয়তো নিঃশব্দে 

অনেক পরিবর্তন ঘটে গেছে মনের ভেতরে, 

যার খবর কোনও সংবাদ মাধ্যম রাখে না ভয়ে! 

কী সেই ভয়, কেন এই নিরাসক্ত জীবন যাপন 

সেইসব অবান্তর কথা শুনতে চান না আপনারা ।

তাই,  আমরা উদযাপন করি বিশ্ব কবিতার দিন ।

************

হয়তো কবিতা

দেবাশীষ চক্রবর্তী 


আমার বর্ণমালা রোদে পুড়ে জলে ভিজে

প্রতিদিন খাটে খাটতেই থাকে,

আমার বর্ণমালা গরিবের কষ্টের,

রাগের সঠিক হিসেবই রাখে।


প্রেম-ফুল-চাঁদ-নদী অনেকে লিখছে রোজ,

আমার কলম হোক উত্তাল;

আমার বর্ণমালা সামনে আনুক রাগ,

জঠরের খিদে; শোষণের জাল।


বর্ণমালার বুকে উত্তাপ পোষা থাক;

ফুলকি ছড়াক, তারপরে ফুল 

মানুষের কথা বলি কবিতা নাইবা হোক,

হোক না ছন্দে বেহিসাবি ভুল।

***********

Happiness 

Ms Gargi Saha  (C)


When you are happy and you know 

Count the stars in the sky

When you are happy and you know 

Count the flowers in the garden 

When you are happy 

Count the blessings in life

But in extreme happiness 

Don't make big promises

You never know when the veil of happiness will

Melt into nothingness. 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ