শারদ সংখ্যা ২০২০ || কবিতা || উজান উপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


আবার ক্রীতদাস
উজান উপাধ্যায়

প্রতিদিন রাতে ক্রীতদাস হই। প্রতিদিন রাতে তোমার অধীন।

অন্ধ আর্তনাদ উন্মত্ত শিৎকারে আনন্দের উষ্ণ ওমে শান্ত, পরাধীন।

প্রতিদিন আকাশ গতিহীন, রাত্রির কাঁধে কাঁধে প্রতিবন্ধী নদীটির সংকট মুক্তির ঋণ-

প্রতি রাতে কপর্দকহীন। প্রতি আরোহণে-

চেতনানাশক এক প্রেম সবটুকু নিয়ে রেখে গেছে ক্রীতদাস প্রথা।

এই যে মৃত্যুর এত সূক্ষ্ম আয়োজন, এই যে ঈশ্বর আর ডাক্তারের অচল মহল্লা...

প্রতিটি জীবন এক নেশাগ্রস্থ পথিকের মতো-নিজেকে রাজার রাজা ভেবে অবশেষে স্তম্ভ দূর্গ অহংকার চূর্ণ করে ফেলে দুহাতে জলের স্রোতে ধুয়ে ফেলে মৃত্যুর নাম।

তবুও জীবন 

জন্মনেশাতুর এক ক্রীতদাসী নাম। 

শুধু সেই রাত্রি একা স্মৃতিভ্রষ্ট রানী। তোমাকে ভাঙতে এসে নিজেকে নিঃস্ব করা চতুর রাহাজানি।

এইবার ভালোবাসা এইবার প্রেম আর এইবার সন্তানের মঙ্গল চাওয়া জানি।

সব স্বীকৃত ডাক ছুড়ে ফেলে আমরা দুজনে - রাজস্বের অন্ধকার ফেলে রাজা আর রানী হওয়া অমরত্বের লজ্জা বলে মানি।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ