শারদ সংখ্যা ২০২০ || কবিতা || মহীতোষ গায়েন




পোস্ট বার দেখা হয়েছে


মহাকালের ঠিকানা
মহীতোষ গায়েন

বুকের উপর এসে বসে নীল মেঘ
মুখের উপর এসে বসে লাল মাছি,
সমস্ত শরীরে কালের বিষ নিয়ে
মহাকাল দেখবো বলে বেঁচে আছি।

গাঙচিল খেলা করে হিরণ্ময় জলে
হলুদ দুপুরে সাদা বক উড়ে যায়,
সবুজ গাছের ডালে মাছরাঙা বসে
একালের মাঝিরা সুবিধার খেয়া বায়।

শরীরের সব রক্ত বরফ হয়ে যাচ্ছে
হিমবন্ত অন্ধকারে ঢেকে যায় চরাচর,
সুখের গোলাপ বনে হয় বেনিয়ম চাষ 
নটনটী ঠিক করে কে দোষী কে পর।

ঐ দেখ অন্ধকারে আলো জ্বেলে কারা 
চুপিসারে জিয়নকাঠি হাতে আসে যায়,
মহামারি পথ শেষে সব পাখি,সব ফুল
সব নদী,ফিরে আসে নিজস্ব ঠিকানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ