শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শুভ্রাপাল




পোস্ট বার দেখা হয়েছে


হে আদি অনন্ত 
শুভ্রাপাল 

মহালয়ার সন্ধিক্ষণে মায়াময় প্রকৃতি  ,
স্রষ্টা তখন দিকচক্রবালে ছবি আঁকায় ব্যস্ত, 
যোজন দূরের ঐ দুধ'সাদা বরফ'চূড়া -
 নীচে সারিবদ্ধ সবুজ পাহাড়ের ঢেউ; 
পদতলের রুক্ষ ধূসরতা ছূঁয়ে বয়ে চলেছে 
তটিনী তরঙ্গিনী, কুয়াশার চাদরে ঢাকা চারিধার ।

এমন সময় অরুণিমা উঁকি দিলো 'পুবে ' ;
ছড়িয়ে পড়লো সপ্তডিঙার রং -
তুলির ওঠা পড়া গেলো থেমে  ,
চোখ তুলে আকাশের দিকে চাইলাম -
কোমল কোড়ির সুখ স্পর্শে -
বাস্তবিক অনুভূতি হারালাম ।

বনমালী আমি, শব্দ ফুলের কারবারি, 
বৃষ্টি ধারার ছন্দ মেখে মনের ক্যানভাসে ঢালি রং, 
নতুন আঙ্গিকে ফোটাই কোমল সুকৃতি -
আদি অনন্তের ঢেলে দেওয়া রোদ্দুরে ।
বিস্ময়াবেশে তুলে রাখি তোমার চিত্রপটের ধরন;  
গদ্য পদ্যের এই কাব্যিক ঘরে, পরম মমতায় । 

মহামিলনের প্রাতে, সৌজন্যের সাথে 
কিঞ্চিত আবেগী মাধুর্য মিশিয়ে সারি পূজা ;
হে লাবণ্যময়ী মাতা --
ঋতুচক্রের এই মেলে ধরা সৌন্দর্যায়ণের মাঝে 
মিশে আছো তুমি, সৃষ্টি স্থিতি লয়ের অধীশ্বরী দেবী, 
বরাভয় দায়িনী,  আদ্যাশক্তি মহামায়া চণ্ডিকা . 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. অনবদ্য প্রকাশ
    একরাশ মুগ্ধতা
    শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

    উত্তরমুছুন