শারদ সংখ্যা ২০২০ || কবিতা || নন্দা বন্দ্যোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


সুদূর ঝর্নায় স্নান
নন্দা বন্দ্যোপাধ্যায় 

অনেক কথা ভেসে যায় আবার তারা হারিয়ে যায় অতলে , 
নতুবা জেগে থাকে মৌন বেদনার জলকনা।
ছন্দোবন্ধন , শব্দবন্ধনের মায়াজালে ধরা পড়ে একদিন।
প্রতি দিন প্রতি রাতের কাছে রোজ হারিয়ে যায়
ক্ষনস্হায়ী বেলাভূমি থেকে  অনেক অনেক দূরে ।
কোন এক পাখি যেন তার সুদৃশ্য পালকটি তার দেহ
থেকে ফেলে দেয় , আর তার দিকে ফিরেও তাকায় না।
আদিগন্ত বিস্তৃত এক মৌন মিছিল , অবাঙ্মানসগোচর্।


নিরন্তর ঝরে যাওয়া অতীত থেকে কালান্তরে, ভবিষ্যতে
চরাচর জুড়ে একাকী কান্নার আওয়াজ গুমরে ওঠে।
কেবলই আছড়ে পড়ে জলশ্রোত , গ্রাস করে গ্রামের
পর গ্রাম , গিলে খাচ্ছে কাঙালের ভিটেমাটি সর্বগ্রাসী ক্ষুধায় । 
সবাই আমরা কালান্তরের  পথিক ।
ক্ষনস্হায়ী দিন ক্ষনস্হায়ী রাত মুহূর্ত পল অনুপল
সবাই চলমান। সমস্ত তৃষা ক্রমে ক্রমে শান্ত বাষ্পীভূত।
একেলা নারী তার সন্তান কে আঁকড়ে বাঁচাতে চাইছে।

একদিন মৃত পাখির মতোই হারিয়ে যাবে এ জীবন
আত্মীয় স্বজন বন্ধু সন্তান সবাইকে ফেলে ।
           
           কীর্তিমানের অবলুপ্তির ইতিহাস পাথরের
গায়ে খচিত আছে । বঞ্চনার চাপা ফিসফাস , রক্তের
নদী কালের গহ্বরে ঢেউ তুলে মিলিয়ে  গেছে কোন্ অতীতে । 
পড়ে আছে স্হাপত্য কীর্তির কিছু শৈল্পিক
নিদর্শন । অতীতের ভেঙে পড়া ইতিহাস পাথরের গায়ে
নিশ্বাস ফেলে। কান পাতলে শোনা যাবে যেন কতোদিনের চাপা কান্নার  নির্ঝরিনী বয়ে নিয়ে  চলেছে 
কতো শোক কতো পাপ কতো সুখ দুঃখের ভৈরবী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ