বাংলায় কবীর ও দোহা ভাবানুবাদ || দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

বাংলায় কবীর ও দোহা ভাবানুবাদ 

উপস্থাপনা : দেবাশীষ ভট্টাচার্য্য 


কবীর প্রাচীন ভারতের একজন কবি যিনি সেই প্রাচীন সময়ে দাঁড়িয়ে হিন্দু - মুসলমান সম্প্রীতির কথা বলেছিলেন। তার রচনা ভক্তি আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করলেও তিনি আসলে প্রেমের কথা এবং জীবনের কথা বলেছিলেন যার মধ্যে প্রত্যক্ষ কোন তত্ত্ব ছিলনা। পরবর্তীকালে তার গান ও কবিতাকে সুফি ধারা এবং মরমিয়া বাদের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়।


কবীরের জীবন , কর্ম ও দর্শন বোধ কেবলমাত্র আধ্যাত্মিকতা নয় সাহিত্যের এক বিশেষ নিদর্শন হিসেবে আজও পরিচিত । এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ কবীরের দোহায় বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন।  বাংলায় কবীরের বাণী প্রচারের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ ভূমিকা ছিলো। কবীর-মানসের সঙ্গে যে রবীন্দ্র-মানসের মিল ছিল তা অস্বীকার করবার উপায় নেই। রবীন্দ্রনাথ পারস্যের সুফী কবিদের দ্বারা আপ্লুত হয়েছিলেন। গীতাঞ্জলিতে একই সঙ্গে বৈষ্ণব-পদাবলী ও সুফীবাদের প্রেমসাধনার উপস্থিতি দেখতে পাওয়া যায়। কবি পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হাফিজের ভক্ত ছিলেন। রবীন্দ্রনাথ সেই অনুরাগ উত্তাধিকার সূত্রে পেয়েছিলেন। 


সে যাইহোক,  কবীর ইতিহাসে জায়গা করে নিয়েছেন। লেখা-পড়া জানা লোকের মাঝে তাঁকে প্রথম নিয়ে আসেন ক্ষিতিমোহন সেন, বাংলা ভাষায়। এর পর রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিতে অনুবাদ করলেন। এই দুইয়ের পাশাপাশি হিন্দি ভাষায় নাগরি লিপিতে সন্ত কবীর দাসকে নিয়ে অনেক আকরগ্রন্থ রচিত হয়েছে, লেখা হয়েছে একাডেমিক বই।


সন্ত কবীরের সংক্ষিপ্ত জীবনী আলোচনা  আগের পর্বে করেছি,  আজ  কবীরের কয়েকটি দোহা ভাবানুবাদের চেষ্টা করলাম। ভুলত্রুটি অবশ্যই মার্জনা করে নেবেন। 


কবীরের দোহা ভাবানুবাদ : 


गुरु गोविंद दोउ खड़े, काके लागूं पाँय ।

बलिहारी गुरु आपने, गोविंद दियो मिलाय॥


গুরু ও ভগবান দুজনে দাঁড়ালে, কার পায়ে মাথা নতঃ করি।

গুরু তুমিই শ্রেষ্ঠ, ভগবানকে পাইয়ে দিয়েছো।


====

ऐसी वाणी बोलिए मन का आप खोये ।

औरन को शीतल करे, आपहुं शीतल होए ।


এমন ভাষা বলুন , নিজেই হারিয়ে যান তাতে,

যা অন্যকেও শীতল করে, নিজেও শীতল হয়।


===

बड़ा भया तो क्या भया, जैसे पेड़ खजूर ।

पंथी को छाया नहीं फल लागे अति दूर ।


এমন বড়ো হয়ে কি লাভ , যেমন খেজুর গাছ,

পাখিদের ছায়া দিতে পারেনা,  ফল দূরের কথা।


====

निंदक नियेरे राखिये, आँगन कुटी छावायें ।

बिन पानी साबुन बिना, निर्मल करे सुहाए ।


নিন্দুকদের নিজের কাছেই রাখো, ঘরে কুটির ছায়ায়।

সাবান আর জল ছাড়া কিভাবে পরিষ্কার হওয়া যায়।।


बुरा जो देखन मैं चला, बुरा न मिलिया कोय ।

जो मन देखा आपना, मुझ से बुरा न कोय ।


খারাপ খুঁজতে গিয়েছিলাম আমি, কাউকে খারাপ পাইনি খুঁজে।

মনের ভিতরে উঁকি দিয়ে দেখি, আমার চেয়ে খারাপ কেউ নেই।।


====

दुःख में सुमिरन सब करे, सुख में करे न कोय ।

जो सुख में सुमिरन करे, तो दुःख काहे को होय ।


দুঃখে ঈশ্বরের প্রার্থনা করি, সুখের সময় ভুলে যাই।

যে সুখেও ঈশ্বরের প্রার্থনা করে, তার দুঃখ আসেই না কাছে।

====

माटी कहे कुमार से, तू क्या रोंदे मोहे ।

एक दिन ऐसा आएगा, मैं रोंदुंगी तोहे ।


মাটি কুমার কে বলছে , তুমি আমায় আজ মাখছো ।

একদিন এমন আসবে , তোমাকেই আমি মিশিয়ে নেবো। 


====

चलती चक्की देख के, दिया कबीरा रोये ।

दो पाटन के बीच में, साबुत बचा न कोए ।


চলমান কল দেখে, কবীর কেঁদে ওঠে ।

দুটোর মাঝখানে পিষ্ট হয়ে কোনোই অস্তিত্ব অবশিষ্ট থাকে না।

===

मलिन आवत देख के, कलियन कहे पुकार ।

फूले फूले चुन लिए, कलि हमारी बार ।


মালিকে আসতে দেখে, কুঁড়িরা বলে ওঠে।

আজ সব ফুল তুলে নিয়ে যাবে, কাল আমাদের পালা।


काल करे सो आज कर, आज करे सो अब ।

पल में परलय होएगी, बहुरि करेगा कब ।


কাল যা করবে ভাবছো আজ করো, আজকের কাজ এখুনি।

পলকে প্রলয় হয়ে গেলে, আর কবে কি করবে।


===

ज्यों तिल माहि तेल है, ज्यों चकमक में आग ।

तेरा साईं तुझ ही में है, जाग सके तो जाग ।


যেমন তিলের ভিতরে তেল থাকে, আগুনের ভিতরে চকমকি।

তোমার ঈশ্বর তোমার ভিতরেই আছেন, খুঁজতে পারো তো খুঁজে নাও।


===

जहाँ दया तहा धर्म है, जहाँ लोभ वहां पाप ।

जहाँ क्रोध तहा काल है, जहाँ क्षमा वहां आप ।


যেখা‌নে দয়া সেখানেই ধর্ম, যেখা‌নে লোভ সেখানে পাপ।

যেখানে রাগ সেখানে ক্ষয়, যেখা‌নে ক্ষমা সেখানেই তুমি বিরাজমান ।


===

जल में बसे कमोदनी, चंदा बसे आकाश ।

जो है जा को भावना सो ताहि के पास ।


জলে পদ্ম থাকে,  আকাশে চাঁদ।

যার যেমন ভাবনা , সে তার কাছেই থেকে যায়।


===

जाती न पूछो साधू की, पूछ लीजिये ज्ञान ।

मोल करो तलवार का, पड़ा रहने दो म्यान ।


সাধুকে তার জাত জিজ্ঞাসা করোনা, তার থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করো।

তলোয়ারের ধারের তুলনা করো, খাপ পড়ে থাক।


===

जग में बैरी कोई नहीं, जो मन शीतल होए ।

यह आपा तो डाल दे, दया करे सब कोए ।


জগতে কেউ শত্রু হয়না, মন যদি শান্ত থাকে।

নিজেকে বিলিয়ে দিলে, সবাই ভালোবাসে ।


तन को जोगी सब करे, मन को विरला कोय ।

सहजे सब विधि पाइए, जो मन जोगी होए ।


শরীরকে পরিষ্কার সবাই করে, মনকে করে না কেউ।

সহজেই সবকিছু পাওয়া যায়, যদি মন পরিষ্কার থাকে ।


===

नहाये धोये क्या हुआ, जो मन मैल न जाए ।

मीन सदा जल में रहे, धोये बास न जाए ।


যতোই স্নান করো জলে ধোওয়া, মনের ময়লা যায়না।

মাছ সবসময়ই জলে থাকে, তবু আঁশটে গন্ধ ছাড়ে।


===

पोथी पढ़ पढ़ जग मुआ, पंडित भया न कोय ।

ढाई आखर प्रेम का, पढ़े सो पंडित होय ।


যতোই পুঁথিপত্র পড়ো, পণ্ডিত হওয়া যায়না ।

ভালোবাসার অক্ষর যে পড়ে, সেই পন্ডিত হয়। 


-----

কবীরের জীবনী আলোচনা

পর্ব এক

পর্ব দুই 

পর্ব তিন 

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. অসাধারণ প্রয়াস ... খুব ভালো লাগলো প্রতিটি দোঁহে ও তার অনুবাদ 👏👏

    উত্তরমুছুন
  2. এই অস্থির মুহূর্তে সন্ত কবীরের বাণী কে হৃদয়ের কাছে এনে দেওয়ার আপনার প্রয়াসে মুগ্ধ।ভীষন ভালো লাগছে যত পড়ছি।শ্রদ্ধা জানাই দাদা

    উত্তরমুছুন
  3. প্রতিটি কথা আমাদের জীবন বোধের সাথে অতোপ্রোত ভাবে জড়িয়ে আছে,,

    উত্তরমুছুন