দর্পণ || ইপত্রিকা || ১২তম সংখ্যা || ফিরে আসার গান - দলছুট পাখি




পোস্ট বার দেখা হয়েছে

ফিরে আসার গান 

দলছুট পাখি


নির্বাসনের রাতগুলো তোমার আমার শহর জুড়ে

নিয়নের আলো বোনে আলগোছে,

বেপরোয়া তারাদের মনচোরা লুকোচুরি খেলা

আজও শুধু তোমাকেই বোঝে।


বিষণ্ণ শীতের দীর্ঘ নির্জন ছায়া মাখা বেলাভূমি

ছেঁড়া পালে মাস্তুলে লেখা নাম,

তুমি আমি আজও যেন অচেনা সাগরের ঢেউ

কিনতে চাওয়া মুক্তোর আসল দাম।


ঝড়ের শব্দ কেনে ভাঙা স্বপ্নের যত আয়োজন

মৃত ফসিলের বুকে রোজ,

বাড়িয়ে দিয়ে ইচ্ছের নেশাতুর আঙুলের স্পর্শ

নীল স্রোত গভীরে করছে খোঁজ।


জমাট পাথরে মুহূর্তগুলো ভাঙছে কাঁচের দেওয়াল

ক্লান্ত ঘুমে আমার ফেরারী কবিতা,

সিলিং-এর বুক জানে ফিরিয়ে দেওয়া নির্বাসিত মন

আঁকিবুকি কাটা ধুলো জমা খাতা।


হয়তো আগামী বসন্তে কৃষ্ণচূড়ার পথের বাঁকে

খুঁজে নেবে আঙুলের বুক,

ফিরিয়ে দেবো তোমায় ফেলে আসা বৃষ্টির সন্ধ্যার

আমার যা কিছু ভুলচুক।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ