দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || মায়ের ভাষা - রুমকী সিনহা




পোস্ট বার দেখা হয়েছে

মায়ের ভাষা

রুমকী সিনহা


তোমার কাছে জন্মকালের ঋন, 

তোমার কাছে মায়ের মতো টান, 

ভাষা তুমি মুক্ত আগল বদ্ধ দ্বারের। 


ভাষা তুমি মায়ের বুকের নরম তাপ, 

প্রতিবাদী স্বর নারীর মুখে

গনগনে আঁচ উদ্ধত যতো অনাচারের। 


ভাষা তোমায় আঁকড়ে ধরি শ্রাবণ চোখে, 

স্নেহের কলি সোহাগ মাখায় অভিমানী রাত

ভাষা তুমি দুব্বোঘাসের পরশ। 


তোমার সুরে ছন্দ বোনে ভোরের আকাশ, 

পূর্ণতা পায় টুকরো যতো ভগ্ন কথা, 

ভাষা তুমি ছিন্ন মনের পূন‌্য হরষ। 


প্রতিধ্বনি ঝড় তুলেছে তোমার ডাকে

শিরায় শিরায় শব্দ উচ্চারণ 

ব‌্যক্ত যতো রক্ত কলরব। 


ভাষা তুমি বর্ণমালা শ্লোক

তুমি নকশী কাঁথা, নিত‌্য যাপন

ভাষা তুমি ওষ্ঠ জুড়ে আখর উৎসব।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ