দর্পণ | ধারাবাহিক কলম | উপন্যাস ~ কংসাবতী | (পর্ব -- ৯)




পোস্ট বার দেখা হয়েছে

 

উপন্যাস ~ কংসাবতী { পর্ব -৯ }

   উপস্থাপনায় ~ মহুয়া 


থানায় পৌঁছনোর আগেই ঝমঝমিয়ে বৃষ্টি টা চলে এলো । বৃষ্টির ছাঁটে গাড়ির কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছে । জিপের ড্রাইভার রামধন গাড়ি স্লো করে দিল । 

------ বুঝলে রামধন, আমি কেনো তাড়াহুড়ো করছিলাম । সকাল থেকেই আকাশ কালো মেঘে 

        ঢাকা ছিল , তখনই বুঝেছিলাম একটা সময় জোর আসবে । এই দাঁড়াও , দাঁড়াও । 

        সামনে দেখতো , ওই দিদিমণি না ? 

------ হ্যাঁ স্যার , ওই অ্যাক্সিডেন্ট কেসের দিদিমণি ই তো মনে হচ্ছে । 

------ কি যে বলো , উনি কি অ্যাক্সিডেন্ট করিয়েছেন নাকি ? ওনাকে আবার জিজ্ঞেস করে 

      বোসোনা , "ম্যাডাম , আপনি কি অ্যাক্সিডেন্ট কেসের দিদিমণি?" যেনো উনি ট্রেনিং দেন 

       অ্যাক্সিডেন্ট করাবার "। ওনাকে বলো গাড়িতে উঠে আসতে । ভিজে গেছেন একেবারে ।

----- হ্যাঁ স্যার , এই যে ম্যাডাম এই যে , স্যার আপনাকে গাড়িতে আসতে বললেন ।

----- কে স্যার ? ©️

----- ভুলে গেলেন ? কাল ওই অ্যাক্সিডেন্ট কেসের সাথে আপনি ছিলেন !

----- আমি কেনো অ্যাক্সিডেন্টের সাথে থাকবো ? কি সব বলছেন !!

----- উফফফ , বাবা রামধন , একটু চুপ করো , ম্যাডাম ,আমি ইন্সপেক্টর সুজয় ঘোষ ।

       কালকেই তো হসপিটালে দেখা হয়েছিল । উঠে আসুন , ভিজে গেছেন তো ।

----- ওঃ ,হ্যাঁ মনে পড়েছে । 

----- পেছনের দরজা খুলে উঠে পড়ুন , পারবেন তো ?

----- হ্যাঁ পারবো , বাঁচালেন । যা বৃষ্টি নামলো হঠাৎ । ছাতায় কি মানে , ভিজেই গেলাম । ।   

      মুশকিল হলো , আপনার কথা শুনে উঠে তো পড়লাম , কিন্তু বাড়ি পর্যন্ত যাবো কি করে ?

----- আপনার অাপত্তি না থাকলে আপনি বাড়িতেই নামতে পারেন । সেক্ষেত্রে গাড়িটা একটু 

       ঘুরিয়ে নিতে হবে । 

----- না না আপত্তি থাকবে কেনো ? আমার জন্যে শুধু শুধু আপনাদের দেরি হবে । খুব খারাপ 

       লাগছে । 

----- না না দেরি হবে না । আর আপনাকে সাহায্য করতে পারলে আমার ভালই লাগবে ।

       আপনি একটু বলে দেবেন প্লিজ কোনদিকে যেতে হবে । ©️

----- খাতরা মোড় থেকে বাঁ দিকে কিছুটা গিয়ে আবার ডান দিকে মোড় নিয়ে তিন চার মিনিট 

       গেলেই আমার বাড়ি । আপনি কি আর হাসপাতালে গিয়েছিলেন ? কিছু খবর পেলেন ? 

       ওনাদের বাড়িতে খবর দেওয়া গেছে ?

------ হ্যাঁ গিয়েছিলাম , এই এক্ষুনি শহর থেকে ফেরার পথে । 

------- কেমন আছেন ওনারা ?

------ ভদ্রলোকের জ্ঞান আসছে যাচ্ছে আর ভদ্রমহিলার একবারও জ্ঞান আসেনি । সেই থেকে 

        নিথর , একবারের জন্যেও জ্ঞান আসেনি । আসলে চোট টা তো ওনার ই বেশি । বেঁচে

        থাকলেও সুস্থ হতে সময় লাগবে । বাড়ির লোককে ফোন করে জানাতেই পারি । 

        ভদ্রলোকের মোবাইলের লক টা খোলা গেছে । দেখি থানায় গিয়ে মোবাইল টা একটু 

        ঘেঁটে । কি পাবো কে জানে ? আচ্ছা রামধন, হসপিটাল থেকে বেরোনোর সময় সুপার 

       একটা কি দিলেন যেনো!! কোথায় রাখলাম ?

------ স্যার সামনে ড্যাশবোর্ডে মনে হয় । ম্যাডাম কোনদিকে ? বাঁ দিক ধরবো ? 

----- হ্যাঁ , বাঁদিকে চলুন , রাস্তাটা এবড়োখেবড়ো , বর্ষায় আর ও খারাপ হয়ে গেছে । ওই যে 

       পাকুড় গাছটার পাশ থেকে যে কাঁচা রাস্তাটা ডান দিকে নেমে গেছে ওটা দিয়ে যেতে হবে । ©️

       এখনও বৃষ্টিটা ধরলো না । 

------ এই যে পেয়ে গেছি , রামধন ঠিকই বলেছ ,তখন তাড়াহুড়োতে এখানেই রেখে   

        দিয়েছিলাম । শক্ত মতন কি একটা !!  

------ সামনের ওই লাইটপোষ্টের পাশে দাঁড়ান । এটাই আমার বাড়ি । আসুন না , চা খেয়ে      

        যাবেন ।

------ এতো একটা চেনের সাথে লকেট !!! দেখুন ম্যাডাম , ওই ভদ্রলোকের পকেট থেকে 

        পাওয়া গেছে । আজ সুপার আমায় দিল । দেখুন তো বেশ দামী বলেই মনে হচ্ছে ।

------ ইন্সপেক্টর পেছন ঘুরে সুচেতা কে চেন টা হাতে ঝুলিয়ে দেখালো। 

------ আমি নিজে দামী জিনিস মানে গহনা গাটি সেভাবে কখনো ব্যবহার করিনি , তাই বলতে 

       পারবো না । অনেক ধন্যবাদ স্যার আপনাকে । চা খেয়ে গেলে খুব খুশি হতাম , আসুন না 

------ আর একদিন হবেখন , দেখা যখন হয়েই গেলো ,এবার বারবার দেখা হবে । আসি । 

        তবে পুলিশের সাথে বারবার দেখা না হওয়াই ভালো , হাহাহাহা হাহাহা ।

       

(চলবে)

আগের পর্ব পড়ুন .....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ