দর্পণ || তৈমুর খানের কবিতা




পোস্ট বার দেখা হয়েছে

নির্বাসনের হুইসল

             

প্রেমের রাস্তা খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে এল 

এই অন্ধকারে সব নির্জন গ্রাম্য স্টেশনে 

আলো জ্বলে গেছে 

কোনটা প্রেমের ট্রেন?কোন দিকে যাবে? 

কেউই বলতে পারে না— 


কোনও কোনও জানালায় কিশোরী রাই 

কোনও কোনও জানালায় নিমাই সন্ন্যাসী 

স্টেশনেই হয়তো আমার রাত কেটে যাবে 

কেউ জিজ্ঞাসা করবে না কুশল 

কেউ ভিক্ষা দেবে নাকো প্রেমে অন্ধ ভিখিরিকে 

শুধু নির্বাসনের হুইসল বাজবে 

ট্রেন চলে যাবে ছেড়ে 

                     দূরে, বহুদূরে.....

======

আরব্যরজনী 


আমাকে সামান্য ভেবে 

তুমি অসামান্য হয়ে গেছ 

যেখানে কোনোদিন পড়ে নিকো আলো 

সেইখানে আমাকে রেখেছ।

পেঁচারা উড়ছে চারিদিকে 

ক্রতুভুক মহারব তোলে 

ছিন্নসত্তার জাগরণ টের পাই 

তুমি সমুদ্র পেরিয়ে কোথাও চলে গেছ... 


পৃথিবীর বহু অন্যমনস্ক দরোজা দেখি 

কোথাও আমার নিমন্ত্রণ নেই 

অথচ এক একটি দীর্ঘ গল্পের রাত 

যুবতীরা বলে যাচ্ছে এক একটি কাহিনি 


আমি তবে কেন জন্মালাম ? 

আমার পুরুষইচ্ছাগুলি খোঁজে তরবারি! 

====

আশ্চর্য জাদুকর 


জাদুকর ডাকছে 

আর উড়ে উড়ে আসছে সব মনুষ্যপাখি 

তাদের মসৃণ ঠোঁট           রঙধনু ডানা 

ঠোঁটে ঠোঁটে চুম্বনের মধু         ডানায় রঙের আল্পনা 


আমাদের বিস্ময়ের পাড়া 

আমাদের অলৌকিক দেশ 

বেদনায় বিহ্বল হতে হতে 

অশ্রুজলে নৌকা ভাসাই 


জাদুকর একহাতে আপেল ছুঁড়ে দেয় 

একহাতে সোনার আংটি পরিয়ে দেয় 

চুম্বনের ঘোর মেঘে ঢেকে দেয় সংসার 

====

মধ্যবিত্ত


যে দ্যাখে দেখুক

তোমাতে আমাতে আজ নেমেছি পথে

আমরা অক্ষরবৃত্ত,আমরা লবণযুক্ত মোটাভাতে

মধ্যবিত্ত পথ, কাঁচাপাকা, বিপজ্জনক

মাঝে মাঝে গর্ত আর সংঘাত

আগে পিছে কুকুর ডাকে

কুকুরের ডাকনামে আমাদেরও ডাকে

ঝিনুক খুঁজতে আসিনি

ময়লা পোশাক কেচে নিতে

এসেছি সাগরের ঘাটে

ঢেউয়ে ভেসে যাচ্ছে মূল্যবোধ

কীভাবে সম্মানীয় ভাবব আজ?

সূর্যের দিকে হাত — আলো দাও

রাষ্ট্রের দিকে হাত —  শান্তি দাও

চারিদিকে সমাজ সমাজ…

সম্পর্ক কী করে রাখব?

তোমাতে আমাতে মাঝামাঝি

আমৃত্যু হাত ধরে দাঁড়িয়ে আছি।

=====

ভালো কবিতা 

               

একটা ভালো কবিতা উলঙ্গ হয়ে ঘুরছে 

ওর আকাঙ্ক্ষাগুলি নিমাই সন্ন্যাসী 

ওর যৌনতা সকালবেলার রোদ 

এসো , অক্ষর আর শব্দের ফাঁকে ফাঁকে 

ওর জীবনদর্শন খুঁজে দেখি 


আমরা এখন বিভ্রান্ত —

      চাবুক খেতে খেতে 

             চাবুক খেতে খেতে 

                    শরীরে কালশিটে দাগ 


চলো, এখন অক্ষরবৃত্তে ঢুকি 

ছন্দের স্পন্দনে পৃথিবী হেসে উঠুক দেখি !

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. কবিতাগুলো খুব সুন্দর। পড়ে ভালো লাগলো। ভালো থাকুন উনি।

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর।দৃশ্যকল্প ও শব্দর জাদুকরী মুগ্ধ করল।

    উত্তরমুছুন